• ধ্বংসাত্মক একটি ভাইরাস তৈরী করে, যেকোন পিসি কে অভ্যন্তরীন ভাবে বিপর্যস্ত করে তোলার পিসি ট্রিকস্‌।

    আজকে, আপনাদের কে এমন এক ধ্বংসাত্মক ভাইরাস তৈরী করার, ট্রিকস্‌ শেখাব যার সাহায্যে আপনি যেকোন পিসি কে, অভ্যন্তরীন ভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়ে পঙ্গু করে তুলতে পারবেন। তবে দয়া করে এই ট্রিকস্‌ টির সাহায্যে কারোর ক্ষতি করবেন না। আপনার যদি কারোর কোন ক্ষতি করার মনোভাব থাকে তবে, এই টিউন থেকে দূরে থাকুন। কারণ এই ট্রিকস্‌ টি, যেকোন পিসির পক্ষে সত্যই খুব ক্ষতিকর।
    এই ভাইরাস তৈরী করার ট্রিকস্‌ টি আপনাদের শেখাচ্ছি তার কারণ হলো আপনি ভবিষ্যতে যাতে এই ধরনের বিপদে না পড়েন। চলুন শুরু করা যাক।
    স্টেপ ১ - আপনি প্রথমে আপনার পিসি থেকে নোটপ্যাড  চালু করুন।
    স্টেপ ২ - নোটপ্যাডে এই কোডটি লিখুন। কোড - (%0|%0)
    স্টেপ ৩ - এরপর সেভ অপশনে গিয়ে, ফাইলের নাম Virus.bat লিখে সেভ করুন।
    স্টেপ ৪ – ব্যাস তৈরী হয়ে গেলো আপনার ধ্বংসাত্মক ভাইরাস।
    এই বার এই ফাইলের উপর ডবল ক্লিক করলেই গোটা পিসি হ্যাং হয়ে যাবে। কি বোর্ড এর কোন কী, বা মাউস কাজ করবে না। এক কথায় পিসি অভ্যন্তরীন ভাবে সম্পূর্ণ, বিপর্যস্ত হয়ে পড়বে এই অবস্থাকে পিসির পঙ্গুত্বও বলতে পারেন। যে ব্যক্তি তার পিসি তে একবার আপনার তৈরী করা Virus.bat ফাইলটি ভুল করেও ডবল ক্লিক করে খুলে ফেলবে তার আর দুর্দশার সীমা পরিসীমা থাকবেনা। আরও দুঃখের কথা হলো, যে পিসি তে এই Virus.bat ফাইল টি খোলা হলে সেই পিসির সিপিউ-এর বটন ও আর কাজ করবে না।
    আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে এই ভাইরাসটিকে ডিটেক্ট করবে এমন কোন অ্যান্টিভাইরাস এখনো তৈরী হয়নি। আশা করি, আপনি এই টিউনটি পড়ার পর এই ভাইরাস যে কিরকম ধ্বংসাত্মক এবং মারাত্মক তা আপনি বুঝতে পেরেছেন। ভুল করেও নিজের পিসি তে ভাইরাসটি ওপেন করবেন না তাহলে, কিন্তু আপনারও দুর্দশার সীমা পরিসীমা থাকবেনা।
  • 0 মন্তব্য(গুলি):

    Post a Comment